ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাবিতে সমকাল নাট্যচক্রের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ নভেম্বর ২০২৪  
রাবিতে সমকাল নাট্যচক্রের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরাতন নাট্য সংগঠন সমকাল নাট্যচক্রের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সংগঠনটি দীর্ঘ পথচলার ৪৩ বছর পূর্ণ করে এবং মঙ্গলবার (২৬ নম্বেভর) ৪৪ বছরে পদার্পণ করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাকসু ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপার্চায নুরুল হোসেন চৌধুরী স্বপন, সমকাল নাট্যচক্রের সদস্য মোতাহার হোসেন জামিল, আজমল হুদা মিঠু ও রবিউল হাসান বুলবুল।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। র‍্যালিতে সমকাল নাট্যচক্রের কর্মী ছাড়াও অন্যান্য বন্ধু সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমকাল নাট্যচক্রের মহড়া কক্ষে ‘সমকাল আড্ডা’ এবং লাইব্রেরি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে সমকাল নাট্যচক্র প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সংগঠনটি তার ৪৩ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৪ এর আয়োজন করতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এ তিনদিনে পাঁচটি পথনাটকসহ হাসান আজিজুল হকের জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শিত হবে।

সমকাল নাট্যচক্রের সভাপতি মো. আউয়াল হোসেন আশিক বলেন, “সামনের দিনগুলোতে সমকাল নাট্যচক্র নাট্যচর্চার মধ্য দিয়ে নিপীড়িত মানুষের প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে কাজ করে যাবে। এছাড়া মৌলবাদ, অপশাসন, স্বৈরশাসন ও অবদমনের মতো কালো শক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে।” 

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৪ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়