ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়াল রিয়েলিটি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৬ নভেম্বর ২০২৪  
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়াল রিয়েলিটি

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) আইসিটি সেলের উদ্যোগে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা অর্জন করেছেন। এতে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘ইমারসিভ ফিউচার: এ ভার্চ্যুয়াল বিয়েলিটি এক্সপেরিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা ‘মেটা কোয়েস্ট প্রো’ ব্যবহার করে বিভিন্ন প্রাণির জীবনাচরণ, খাদ্যাভাসের সঙ্গে পরিচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জানিয়েছে, আগামীতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও পর্যায়ক্রমে ‘ইমারসিভ ফিউচার: এ ভার্চ্যুয়াল বিয়েলিটি এক্সপেরিয়েন্স’ আয়োজন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবুবকর সিদ্দীক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা চয়নিকা পণ্ডিত, আইসিটি সেলের টিম লিডার প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাধুনিক ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ। আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সহায়তায় ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং পৃথিবীর সেরা অধ্যাপকদের ক্লাসে অংশগ্রহণের সু্যোগও পাবেন।”

ঢাকা/মামুন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়