ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৪ ১৪৩১

বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত চলছে: অধ্যাপক ইব্রাহীম

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৮ নভেম্বর ২০২৪  
বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত চলছে: অধ্যাপক ইব্রাহীম

বর্তমানে বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্তে শিক্ষার্থী-জনতা যেন প্রভাবিত না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান করেছেন রাজশাহী কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহীম আলী।

তিনি বলেন, “বর্তমানে বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা চক্রান্ত চলছে। আমরা শিক্ষার্থী-জনতা যেন এই চক্রান্তে প্রভাবিত না হই। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন

তিনি আরো বলেন, “আমাদের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণ করলে বিপ্লব পরিপূর্ণতা পাবে, তা না হলে ব্যর্থ হবে। আমাদের শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দুর্নীতি ও শোষণ মুক্ত এবং বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

অনুষ্ঠান বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মহুয়া জান্নাতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. ইয়াসমীন আকতার সারমিন প্রমুখ।

জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা/দুর্জয়/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়