ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাপে বিজ্ঞপ্তি সংশোধন করলো হল কর্তৃপক্ষ
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শহীদ জিয়াউর রহমান হল
শিক্ষার্থীদের চাপে আবাসিকতা বরাদ্দ নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি সংশোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ। হলের আবাসিকতায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা ক্ষোভ জানালে তা পরিবর্তন করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন সংশোধিত বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) আবাসিকতা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলে ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবাসিকতার আবেদন আহ্বান করা যাচ্ছে। ফরম বাবদ ২০০ টাকা হলের ৬১৪ নং অ্যাকাউন্ট নম্বরে জমা দিয়ে হল অফিস থেকে ফরম সংগ্রহ করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে তা হল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
এদিকে, বিজ্ঞপ্তিতে এমন বৈষম্যের খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশসহ নানা বিরূপ মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাফওয়ান রহমান এক ফেসবুক পোস্টে বলেন, “এটা এক প্রকার বৈষম্য। যারা আন্দোলনে সরাসরি যুক্ত হননি বা হতে পারেননি, তাদের সঙ্গে বৈষম্য। এ ধরনের নোটিশ আমাদের মহান জুলাই বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা এবং আদর্শে সরাসরি বিপরীত। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের বৈষম্যমূলক নোটিশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কর্তৃপক্ষকে অবশ্যই এ বৈষম্যমূলক নোটিশ প্রত্যাহার করতে হবে।”
পরে শিক্ষার্থীদের চাপের মুখে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলে ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবাসিকতার আবেদন আহ্বান করা যাচ্ছে। ফরম বাবদ ২০০ টাকা হলের ৬১৪ নং অ্যাকাউন্ট নম্বরে জমা দিয়ে হল অফিস থেকে ফরম সংগ্রহ করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে তা হল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
সংশোধিত বিজ্ঞপ্তি থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে’ কথাটি বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন বলেন, “পূর্বের বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য উইন্ড্রো করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সংশোধিত নোটিশের আলোকে কার্যক্রম চলবে।”
ঢাকা/তানিম/মেহেদী