আন্দোলনে আহত শিক্ষার্থীদের ফি মওকুফ করবে গণ বিশ্ববিদ্যলয়
গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জুলাই-আগস্টে এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন পর্যন্ত আহত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ নিয়ে গৃহিত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গবির আহত শিক্ষার্থীদের (যদি থাকে) বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর চিকিৎসা ব্যবস্থাপত্রসহ আগামী ৫ ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব বিভাগের সুপারিশসহ আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাইপূর্বক আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, ‘দেরিতে হলেও প্রশাসনের সিদ্ধান্তটি আশাব্যঞ্জক। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূলধারাটাই শুরু হয় মধ্যবিত্ত পরিবার থেকে। ব্যতিক্রমী চিন্তার প্রতিষ্ঠান হওয়ায় আন্দোলনে নেতৃত্ব থেকে অগ্রগামী যোদ্ধাও তারাই।”
তিনি বলেন, “আন্দোলনে আহত হওয়ায় অনেকেই চিকিৎসা ও শিক্ষাভার বহন করতে গিয়ে বিষন্নতায় লেখাপড়া বিমুখ হচ্ছিলেন। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এ প্রচেষ্টা তাদের আবার প্রতিষ্ঠানমুখী হতে সাহায্য করবে। একই সঙ্গে আহতরাও অগ্রগামী হতে আগ্রহ পাবেন।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল বলেন, “আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের অবদান অনস্বীকার্য। শিক্ষা মন্ত্রণালয় আহতদের টিউশন ফি মওকুফের উদ্যোগ নিয়েছে। তাই গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফে সচেষ্ট থাকবে।”
এর আগে, গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের আহত শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা/সানজিদা/মেহেদী