ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নোয়াখালী কলেজে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ

নোয়াখালী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৮ নভেম্বর ২০২৪  
নোয়াখালী কলেজে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ

নোয়াখালী সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে কলেজ প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আন্দোলনে আহতদের আরোগ্য কামনা ও নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্ল্যাহসহ বিভিন্ন  বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, “এ দেশকে স্বৈরাচার ও দুর্নীতি মুক্ত করার জন্য অনেক ভাই ও বোনেরা শহীদ ও আহত হয়েছেন। আমরা যদি দেশকে দুর্নীতি মুক্ত করার আগে ঘরে ফিরে যায়, তাদের কি জবাব দেব?” এ সময় তিনি দেশকে সংস্কার ও দুর্নীতি মুক্ত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা ও শ্রমের মাধ্যমে এগিয়ে আসতে হবে। এ গণআন্দোলনের সকল শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে।”

ঢাকা/সুমাইয়া/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়