ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

রুয়েট ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি পদ্ধতি

রুয়েট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৪, ১ ডিসেম্বর ২০২৪
রুয়েট ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি পদ্ধতি

দুই ধাপে হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষা। শনিবার (৩০ নভেম্বর) রুয়েটের একাডেমিক কমিটির সভায় বহুনির্বাচনী (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী জানান, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদেরকে লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) উভয় পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। প্রথমে বহুনির্বাচনি পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় কতজনকে সুযোগ দেওয়া হতে পারে এমন প্রশ্নে রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, “এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সকল সিদ্ধান্ত নিবে। তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।”

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী নিয়েছিল রুয়েট।

ঢাকা/মাহাফুজ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়