জানাযা শেষে গ্রামের বাড়িতে নেওয়া হলো রাবি শিক্ষার্থীর মরদেহ
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) এশার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ চত্বরে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার মরদেহ দাফনের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজ গ্রামে পাঠানো হয় বলে জানা গেছে।
এদিকে তার মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক মো. রাইসুল ইসলাম বলেন, “ছেলেটা খুবই শান্তশিষ্ট ছিল। পড়াশোনাতেও ভালো ছিল। আজ সকালেও খেলার বিষয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করে কথা বলে গেল। কীভাবে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না।”
জানাযা নামাজে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট খেলার সময় হার্ট অ্যাটাক করে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম মারা যান। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী।
ঢাকা/ফাহিম/মেহেদী