রুয়েটে ভর্তির প্রিলি ও চূড়ান্ত পরীক্ষার দিনক্ষণ জানা গেল
রুয়েট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা যায়, এবার রুয়েটের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ হাজার শিক্ষার্থী নিয়ে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন থেকে প্রতিটি বিষয়ে ৩০টি প্রশ্ন ও ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর হবে এক করে।
লিখিত পরীক্ষার জন্য দুটি গ্রুপ
‘ক’ গ্রুপে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ‘খ’ গ্রুপের অধীনে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।
‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপে ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন থেকে প্রতিটি বিষয়ে ১০০ নম্বর ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।
পরবর্তীতে ‘খ’ গ্রুপ ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ঢাকা/মাহফুজ/রাজীব