ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডেইলি স্টারে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৫, ৩ ডিসেম্বর ২০২৪
ডেইলি স্টারে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

ছবি: সাকিব আল হাসান

গ্রিন ইউনিভার্সিটির জেএমসি (জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন) বিভাগের ২৪২-ব্যাচের শিক্ষার্থীরা রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জেএমসি বিভাগের কোর্স কারিকুলামের অংশ হিসেবে তারা এই ভিজিট করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ১০০ দিন পূর্তি উপলক্ষে দ্য ডেইলি স্টার আয়োজিত সপ্তাহব্যাপী প্রদর্শনীও ঘুরে দেখেন তারা।

এ সময় পত্রিকাটির হেড অব অপারেশন এবং সিএফও মিজানুর রহমান শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘‘শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট-এটি একটি ভালো উদ্যোগ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগও এ ধরনের উদ্যোগ নিলে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।’’ 

সপ্তাহব্যাপী প্রদর্শনীর বিষয়ে ডেইলি স্টারের সাংবাদিক মামুনুর রশীদ বলেন, ‘‘ডেইলি স্টার কীভাবে ছাত্র-জনতার এই অভ্যুত্থানের সংবাদ প্রকাশ করেছে, সে সময় সম্পাদকীয় নীতি, সংশ্লিষ্ট বিভিন্ন লেখা প্রকাশ পেয়েছে, তা নিয়েই এই প্রদর্শনী। এতে তুলে ধরা হয়, কিভাবে ডেইলি স্টারের সাংবাদিকরা, বিশেষত আলোকচিত্রীরা জীবনঝুঁকি নিয়ে দেশ ও বিশ্বের পাঠকের কাছে শিক্ষার্থী ও স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগ, সাহসিকতা ও বীরত্বের গল্পগুলো তুলে ধরেছেন।’’

ডেইলি স্টারের হেড অব নিউজরুম আল কামাল মো. জিয়াউল হক বলেন, ‘‘প্রদর্শনীর জন্য ছবি বাছাই ছিল খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে কয়েক হাজার ছবি থেকে কয়েকশ ছবি বাছাই করা অত্যন্ত কঠিন ছিল।’’

এছাড়া শিক্ষার্থীদের ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা দেন ডেইলি স্টার পত্রিকার প্রধান চিত্রগ্রাহক এসকে এনামুল হক।

পরে শিক্ষার্থীরা দ্য ডেইলি স্টারের বার্তাকক্ষ পরিদর্শনের সময় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বার্তাকক্ষ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করে ডেইলি স্টারের হেড অব নিউজরুম আল কামাল মো. জিয়াউল হক।

একইসঙ্গে শিক্ষার্থীরা ‘বার্তাকক্ষে কীভাবে কাজ সমপন্ন হয়’, ‘চাপের মুখে কাজ করার মানসিকতা,’ ‘সোশ্যাল মিডিয়া টুলসে কাজের ধারণা,’ ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা,’ ‘বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে বিশেষভাবে দক্ষতা অর্জন,’ ‘সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদনা করে তা প্রকাশ উপযোগী করার উপায়,’ এবং ‘স্পোর্টস জার্নালিজম’ সম্পর্কে ধারণা নেন।

ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। এই লক্ষ্যকে বাস্তবায়নে ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য সহায়ক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করে আসছে গ্রিন ইউনিভার্সিটি। পাঠ্যক্রমের বাইরে গিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাওয়া সবসময়ই শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডেইলি স্টার কর্তৃপক্ষকে এ আয়োজনে সহযোগিতার জন্য।’’

এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির মিডিয়া ল্যাব কো-অর্ডিনেটর মাহাদী মুনতাসির। 

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়