প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জাবি শাখা শিবিরের
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শাখা ছাত্রশিবিরের নেতারা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ সুবিধার অভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। ফলে তারা দেশ ও জাতি গঠনে সক্ষমতা থাকা সত্বেও অবদান রাখতে পারছে না। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ দাবির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
শিবিরের প্রস্তাবিত দাবিগুলো হলো- র্যাম্প ও লিফট স্থাপন, প্রশাসনের উদ্যোগে শ্রুতি লেখকের ব্যবস্থা করা, শ্রেণি কক্ষে ও পরীক্ষার হলে সুবিধাজনক আসনের ব্যবস্থা করা, শিক্ষার প্রতি উৎসাহিত করতে সকল প্রকার ফি মওকুফ ও বিশেষ বৃত্তি চালু করা, যাতায়াতের জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহমর্মী আচরণ নিশ্চিত করতে নিয়মিত কর্মশালা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।
এছাড়া, পরীক্ষায় সময় বৃদ্ধি করা, হল সুবিধার উন্নয়ন করা, গ্রন্থাগারে বিশেষ সেল স্থাপন করা, চিকিৎসা সুবিধা প্রদান, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সুবিধা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অফিস গড়ে তোলার দাবি করা হয়। ওই অফিস প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে বলে জানা শিবির নেতারা।
ঢাকা/আহসান/মেহেদী