শহীদের রক্ত যেন বৃথা না যায়: শহীদ সাজিদের বোন
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
“সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, তা যাতে সত্যি না হয়। সাজিদের মতো যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়।”
বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রেখে জাতীয় ঐক্য শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবত্তোর ছাত্র ঐক্য’ শীর্ষক সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় শহীদ সাজিদের বড় বোন এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এ সভার আয়োজন করে।
তিনি শহীদ সাজিদের স্মৃতিচারণ করে বলেন, “আমরা ভিতু মানুষ। আমরা তাকে আন্দোলনে যেতে নিষেধ করতাম। কিন্তু সে সাহসী মানুষ। সে শুরু থেকেই আন্দোলন করেছে।
সভার উদ্বোধক হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “বড় আশা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন দেখার। শিক্ষার্থীদের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস থেকে আমরা জানতে পারি, আমাদের বারবার সুযোগ এসেছে। এবার আমাদের ঐক্য ধরে রাখতে হবে।”
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/লিমন/মেহেদী