ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ শুরু
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যত সমাজ: পরিবর্তনশীল প্রযুক্তির প্রভাব’ শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সেমিনারের মাধ্যমে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউআইইউতে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ’ শুরু হয়েছে।
ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক এবং আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো এম জাহিদ হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং অধ্যাপক এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক ড. হামিদুল হক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং ইউআইইউর রেজিস্ট্রার ড. মোঃ জুলফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ এর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক অধ্যাপক অধ্যাপক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে অধ্যাপক এম জাহিদ হাসান বলেন, “আগামী বিশ্বের অন্যতম শক্তিশালী বিষয় হবে কোয়ান্টাম প্রযুক্তি। এ প্রযুক্তি থেকেই মানুষের জীবন ও কাঠামো গড়ে উঠেছে। এটি প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর প্রযুক্তিকেও শক্তিশালী করেছে।” এ সময় তিনি এআই, কোয়ান্টাম বিজ্ঞান এবং অন্যান্য বৈজ্ঞানিক অগ্রগতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, “নতুন প্রযুক্তিগুলোর সাথে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। ইউআইইউ উদ্ভাবনে জোর দিচ্ছে। আমরা দেশ এবং মানবজাতির জন্য কল্যাণকর কাজ করতে চাই। সে জন্য আমরা গবেষণা বাড়াতে কাজ করছি।”
এতে ইউআইইউ এর বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/মেহেদী