ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পাবনা বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৫ ডিসেম্বর ২০২৪  
পাবনা বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই বিপ্লবে শহীদ মাহবুব হাসান নিলয় ও মো. জাহিদ হাসানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, পাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের অন্যতম সমন্বয়ক মো. মিরাজুল ইসলাম ও মো. মনজুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমন্বয়ক মো. মনজুরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনা জেলায় স্বৈরাচারী সরকারের দোসরদের গুলিতে জাহিদ হাসান ও মাহাবুব হাসান নিলয় শহীদ হন। মূলত তাদের স্মরণেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবিপ্রবি শাখার পক্ষ থেকে এ বৃক্ষরোপণ করা হচ্ছে।

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়