ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ডাকসু ভবনে হবে জুলাই স্মৃতি সংগ্রহশালা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৫ ডিসেম্বর ২০২৪  
ডাকসু ভবনে হবে জুলাই স্মৃতি সংগ্রহশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাময়িকভাবে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালায় স্থান পাবে।

শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের নিকট প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সভায় অন্যান্যের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়