গণ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক
গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গণ বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে ইতিহাসের আটক বাসগুলো
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে মিরপুরগামী ইতিহাসের ১৭টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ওবায়দুল্লাহ ওয়াসিম বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকা সাভারের পল্লী বিদ্যুৎ থেকে ইতিহাস পরিবহনের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার সময় সময়ক্ষেপণ নিয়ে তর্ক-বিতর্কের জেরে মারধরের শিকার হন শিক্ষার্থী ওবায়দুল্লাহ ওয়াসিম। পরে ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ থেকে একের পর এক বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। অভিযুক্ত বাসচালক ও হেলপার না আসা পর্যন্ত বাস আটকে রাখা হবে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলছিল ও দেরি করছিল। বাস চালক ও তার সহকারীর এমন কর্মকাণ্ডে আমি প্রতিবাদ করি। এতে চালকের সহকারী আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। তাই আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে চালকের সহকারী আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। তখন তার সাথে আমার ধস্তাধস্তি হয় এবং আমাকে আঘাত করেন। পরে তারা আমাকে বাস থেকে নামিয়ে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম জানান, এ ঘটনার আলোচনা বসে সমাধান করা হবে। কোনো প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাসও যেতে দেওয়া হবে না।
তবে এ বিষয়ে বাস মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
ঢাকা/সানজিদা/মেহেদী