ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

আইসিপিসিতে বিজয়ী শাহজালাল বিশ্ববিদ্যালয়

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৭ ডিসেম্বর ২০২৪  
আইসিপিসিতে বিজয়ী শাহজালাল বিশ্ববিদ্যালয়

সিওইউ লাস্ট রান ফর মেমোরিজ দলের সদস্যরা

এশিয়ার ঢাকা আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিক্স’।

ড্যাফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটি আয়োজিত এ আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) দেশের  ১৪৮টি প্রতিষ্ঠানের ৩০৮টি দল অংশগ্রহণ করে।

শনিবার (৭ ডিসেম্বর) সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটির শান্তিনোটা সম্মেলন কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ প্রিমোরডিয়াস’ ও ‘ডিইউ সিঙ্গুলারিটি’। এছাড়া চতুর্থ স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দল ‘সিওইউ লাস্ট রান ফর মেমোরিজ’। প্রতিটি দলে তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিনজন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় ‘সিওইউ লাস্ট রান ফর মেমোরিজ’। তারা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. রাকিব হোসেন, মো. রায়হান ইসলাম ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান খান। 

‘সিওইউ লাস্ট রান ফর মেমোরিজ’ দলের প্রতিযোগী মো. রাকিব হোসেন বলেন, “সত্যি বলতে স্বপ্নের মত লাগছে। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় কোনো একদিন এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে, ইনশাআল্লাহ।”

কুবির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান রাজু বলেন, “আমাদের বিভাগের একটি দল চতুর্থ হয়েছে। এটি শুধু আমাদের বিভাগের না, বিশ্ববিদ্যালয়সহ পুরো রিজিওনের জন্য বড় সু-সংবাদ। কারণ ঢাবি, বুয়েট, সাস্টের পরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি টিম চতুর্থ হওয়া, এটি একটি বিশাল অর্জন। এই অর্জন নতুন সব বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।”

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের জনপ্রিয় এবং সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। প্রতি বছর দুইটি পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিশ্বের আটটি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেন।

‘আইসিপিসি ঢাকা’ বিশ্বের আটটি অঞ্চলের মধ্যে এশিয়া-পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। এ প্রতিযোগিতায় গত বছর কুবি ১১তম স্থান অর্জন করেছিল।

ঢাকা/এমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়