বাকৃবিতে ভর্তিচ্ছুদের পথ দেখাবে ‘অ্যাডমিশন রোডম্যাপ’
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রোডম্যাপ উন্মোচন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) কৃষি গুচ্ছের সবকয়টি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে স্বশরীরে ভর্তি কার্যক্রম। এ ভর্তি কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।
বাকৃবিতে ভর্তিচ্ছু কৃষি গুচ্ছের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করতে তৈরি করা হয়েছে ‘অ্যাডমিশন রোডম্যাপ’ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এ অ্যাপের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীরা খুব সহজেই বাকৃবিতে ভর্তি হতে পারবেন বলে জানা গেছে।
এ অ্যাপটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়ো-ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী অনিক হাওলাদার (তৃতীয় বর্ষ), মো. ইশমামুল হক (দ্বিতীয় বর্ষ) ও মো. আসিফুজ্জামান (প্রথম বর্ষ)। এতে সার্বিক তত্ত্বাবধান করেন কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে অ্যাপটি উন্মোচন করা হয়।
এ সময় নির্মাতারা জানান, অ্যাপটি বাকৃবিতে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীরা স্বশরীরে ভর্তি কার্যক্রমে কোন ধাপে, কোথায় , কি কার্যক্রম সম্পন্ন করতে হবে, তার বিস্তারিত নির্দেশনা ও লোকেশন প্রদান করবে। ফলে নবীন শিক্ষার্থীরা কারো সহায়তা ছাড়াই সহজেই নিজেরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। আ্যাপটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং (bie.bau.edu.bd/arm) লিংকটিতে প্রবেশ করলেই পাওয়া যাবে।
অ্যাপটি উম্মোচনের সময় সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে অ্যাপটি। অ্যাপটিতে রয়েছে ছয়টি ধাপ। প্রথম ধাপে রক্ত পরীক্ষা, দ্বিতীয় ধাপে স্বাস্থ্য পরীক্ষা, তৃতীয় ধাপে অনুষদ অনুসন্ধান, চতুর্থ ধাপে হল বন্টন, পঞ্চম ধাপে রেজিস্ট্রার অফিসে ভর্তি নিশ্চিতকরণ ও ষষ্ঠ ধাপে পূবালী ব্যাংকে ভর্তি অর্থ প্রদান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ম্যাপ সহায়তা আ্যাপটি প্রদান করবে।”
আ্যাপটি সম্পর্কে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “আগামীকাল ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ছয়টি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের সব শিক্ষকসহ স্নেহাস্পদ শিক্ষার্থীদের প্রতি আমার অভিনন্দন রইল।”
ঢাকা/লিখন/মেহেদী