রাজশাহী কলেজে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাজশাহী কলেজের হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
আরসিআরইউ এর সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যুহুর আলী।
প্রথম দিনে প্রধান প্রশিক্ষক হিসেবে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম প্রশিক্ষণ দেন।
দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী ও ঘোষক সুমাইয়া আনোয়ার পূর্ণা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সংগঠনটির ৪৫ জন সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫ জন শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যুহুর আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন, এনটিভির সিনিয়র সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ ম সাজু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, সংগঠনটির উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরসিআরইউ এর সহ-সভাপতি আবু সাইদ রনি, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, দপ্তর সম্পাদক সুজন আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলইকরাম ইফতেদাহসহ কার্যনির্বাহী সদস্যরা।
প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো. যুহুর আলী বলেন, “সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আরসিআরইউ এর এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি নতুনদের জন্য দিকনির্দেশনামূলক।” ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন ঘটানোর আহ্বান জানান তিনি।
ঢাকা/দুর্জয়/মেহেদী