ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীদের শীতবস্ত্র দিলো শিবির

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৯ ডিসেম্বর ২০২৪  
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীদের শীতবস্ত্র দিলো শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটপাতের দোকানদারদের মাঝেও শীতবস্ত্র দেন তারা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন জবি শাখা ছাত্রশিবির।

এ সময় জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মাসে আরও ৩০০ কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন তারা।

জবি শাখার অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “আমারা মূলত তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং একে অপরের প্রতি মমত্ববোধ বৃদ্ধি করার জন্য উপহার দিয়েছি। ছাত্রশিবির সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, “আমরা এ আয়োজনটা প্রতিবছরই করি। প্রতিকূল পরিবেশের কারণে আগে প্রকাশ্যে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত দেশে এবার আমরা প্রথম প্রকাশ্যে দিচ্ছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই। সুখে-দুঃখে তাদের পাশে আমরা সবসময় থাকি।”

সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শীতে অনেক কষ্ট করে রাতে ক্যাম্পাসের নিরাপত্তা দিয়ে থাকেন। ভাই হিসেবে তাদের কষ্ট ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জবি ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

ঢাকা/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়