ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

নোয়াখালী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইউএনডিপি

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১১ ডিসেম্বর ২০২৪  
নোয়াখালী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইউএনডিপি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘ফিউচার নেশন’ প্রকল্পের আওতায় ব্যবসায় ও সামাজিক ক্ষেত্রে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিও প্রদান করবে ইউএনডিপি। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে বলে জানা গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হলে গ্র্যাজুয়েটদের প্রত্যেককে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ইংরেজি ও অন্যান্য ভাষা দক্ষতাসহ প্রযুক্তির নানা দিক বিশেষ করে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এর মতো বিষয়গুলো এখন থেকেই  রপ্ত করতে হবে। তাহলে নোবিপ্রবি গ্র্যাজুয়েটরা সমাজ, দেশ ও পৃথিবী নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করবে।”
 
তিনি বলেন, “ইউএনডিপি ও বৃটিশ কাউন্সিলের এ অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার সুযোগ করে দিল। কারণ তারা এর মাধ্যমে কোনো অর্থ খরচ না করে ভাষা ও প্রযুক্তির নানা ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য বৃত্তি পাবে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশে দক্ষ মানবসম্পদ হিসেবে কর্মক্ষেত্রে সুযোগ পাবে এবং বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করতে পারবে।”

তিনি আরও বলেন, “ইউএনডিপি ফিউচারনেশন প্রকল্পের অধীন নোয়াখালীতে একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থী ও বিদেশগামী মানুষ বিভিন্ন ভাষা দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আগামীতে একটি বেটার নোয়াখালী গড়ে তুলতে পারবে।”  

ইউএনডিপি ফিউচারনেশন ক্যাম্পাস ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ফিউচারনেশন প্রকল্পের ফ্যাকাল্টি ফোকাল অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ইউএনডিপি ফিউচারনেশন কর্মকর্তা বিবেকানন্দ দাস প্রমুখ।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়