ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

ঢাবি অধ্যাপক শিশিরের বিচার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১২ ডিসেম্বর ২০২৪  
ঢাবি অধ্যাপক শিশিরের বিচার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে মিথ্যাচার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্যের বিচার দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন ও সদস্য সচিব মুহিব মুশফিক খান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

সেখানে বলা হয়েছে, ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য তার ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসে লিখেছেন ‘২৪-এর শহীদদের সম্পূর্ণ তালিকা করা যাচ্ছে না। কারণ অনেকেই নাকি ফিরে আসছে। আবার অনেকে নাকি মুগ্ধ হয়ে বিদেশ দেখে বেড়াচ্ছে!’ এছাড়াও সম্প্রতি তিনি আরো কিছু স্ট্যাটাসে ফ্যাসিবাদী-গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জভাবে সাফাই গেয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কথা লিখেছেন।

আরও বলা হয়েছে, একজন শিক্ষকের কাছ থেকে এমন কিছু আমরা কখনোই আশা করিনি, তিনি স্বৈরাচারের চাটুকারিতার মাত্রা অতিক্রম করেছেন। একজন বিবেকবান নাগরিকের পক্ষে গণহত্যা পরবর্তী এমন চাটুকারিতা জাতির জন্য হতাশাজনক। উদ্ভূত পরিস্থিতিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত ও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়