ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ঢাবিতে ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স উদ্বোধন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৩১, ১২ ডিসেম্বর ২০২৪
ঢাবিতে ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৭টি প্রবেশদ্বারে স্থাপিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এসব ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর ও এস্টেট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে এসব ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘‘ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, গণপরিবহন ও ভারি যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য এসব ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এসব ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্স বক্স কার্যকর ভূমিকা রাখবে,’’ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এই উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ঢাকা/সৌরভ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়