বুদ্ধিজীবী দিবসে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, মুন্সী শামস উদ্দিন আহমেদ লিটন, মো. বায়োজীদ বোস্তামী, নাজমুস সায়াদাত, মো. তহা, মোহাম্মাদ সাইফুল ইসলাম, গোপাল চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন জসীম এবং মো. আনিসুল ইসলাম প্রমুখ।
ঢাকা/এএএম/এসবি