ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

মহান বিজয় দিবস উপলক্ষে চবি ছাত্রদলের ‘বিজয় র‍্যালি’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে চবি ছাত্রদলের ‘বিজয় র‍্যালি’

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় র‍্যালি’ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে শুরু হয়।

এরপর কাটা পাহাড় শহীদ মিনার অতিক্রম করে স্বাধীনতা স্মৃতি ম্যুরালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে র‍্যালি শেষ হয়।

আরো পড়ুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, ‘‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অনেকে একাত্তরের মূল চেতনাকে খাটো করে দেখছে। যেটা কোনভাবে কাম্য নয়। স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি আর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। তাই দুটির তাৎপর্য ভিন্ন। কোনটি ছোট করে দেখার অবকাশ নেই।’’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও বিভাগের নেতৃবৃন্দ।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়