ঢাকা কলেজ ছাত্রদলের বিজয় র্যালি
ঢাকা কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা কলেজ ছাত্রদল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে। এ সময় নেতারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন, স্মরণ করেন মুক্তিযুদ্ধের ঢাকা কলেজের অবদান ও মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের আট শহীদদের।
ঢাকা কলেজ শহীদ মিনার থেলে র্যালিটি সায়েন্সল্যাব মোড় হয়ে নায়েমের গলি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে ঢাকা কলেজের কয়েকশ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘‘মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতা কারো পৈত্রিক সম্পত্তি কিংবা কোনো একক দলের সম্পত্তি নয়। এটা বাংলাদেশের মুক্তিকামী বীর সন্তানদের অর্জন।’’
এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের অকুতোভয় বীর শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররমসহ অন্যান্য শহীদদের স্মরণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা কলেজ ছাত্র সংসদের ভিপি হারুনর রশীদ হারুন।
ঢাকা/আসিব গাজী/সাইফ