ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

‘ডিনরা রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য নন’

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৪  
‘ডিনরা রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য নন’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ডিন নিযুক্ত হয় সিনিয়রিটি থেকে, যারা কোন রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য নন। নতুন বাংলাদেশে আমাদের সেন্স অফ রেস্পন্সিবিলিটি অনেক উঁচুতে থাকা দরকার। একজন চেয়ারম্যান অ্যাকাডেমিক ও প্রশাসনিক উভয় দায়িত্ব পালন করেন। আর ডিনরা তার সমন্বয় করেন।”

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ধর্মতত্ত্ব অনুষদে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষাকে নষ্ট করবেন না। চেয়ারম্যানের সম্পর্ক থাকবে সব শিক্ষকদের সঙ্গে। একজন শিক্ষকের কাছে অন্য শিক্ষকের বদনাম করবেন না। শিক্ষকদের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “এ বিশ্ববিদ্যালয়কে‌ নিয়ে যে স্বপ্ন দেখি, সেটি শুধু একা দেখতে চাই না। স্বপ্নটা আপনাদের মধ্যেও ট্রান্সমিট (স্থানান্তর) করতে চাই। আপনাদের ভাবতে হবে, একজন ডিন হিসেবে আপনাদের দায়িত্ব কি? প্রতিটি ডিনকে তার অনুষদভুক্ত সব বিভাগের সম্পর্কে জানতে হবে। এর জন্য একটি সময় নির্ধারণ করেন, এতদিন অন্তর অন্তর একটি অনুষদীয় সভা করবেন। এজেন্ডা না থাকলেও প্রতিমাসে অ্যাকাডেমিক মিটিং করতে হবে।”

ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এ সময় আটটি অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/তানিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়