ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

খণ্ডকালীন চাকরির সুযোগ পাচ্ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ১৭ ডিসেম্বর ২০২৪  
খণ্ডকালীন চাকরির সুযোগ পাচ্ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

মুন্সী মেহেরুল্লাহ হল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ ড. মো. আব্দুর রউফ সরকার।

তিনি বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হলটির প্রাধ্যক্ষ ড. মো. আব্দুর রউফ সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীকে খণ্ডকালীন কাজের সুযোগ দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বরের মধ্যে হল অফিসে আবেদন পত্র দেওয়ার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তির বিষয়ে ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, “আমাদের হলটি বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ আবাসিক হল। এখানে ডাইনিং পরিচালনা সংশ্লিষ্ট কাজে জড়িত থেকে শিক্ষার্থীরা একটি গঠনমূলক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই ধরনের খণ্ডকালীন চাকরির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক বাস্তব জ্ঞান এবং যোগ্যতা অর্জিত হবে।”

তিনি বলেন, “আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এ খণ্ডকালীন চাকরি করে নিজেদের পড়াশোনার ব্যয় কিছুটা হলেও বহন করতে পারবে।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়