ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাকৃবিতে ৬ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২১ ডিসেম্বর ২০২৪  
বাকৃবিতে ৬ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীন বরণ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৬ জানুয়ারি থেকে সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। 

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। 

জানা গেছে, বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম গত ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ছয়টি অনুষদে ১ হাজার ১১৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে এবং ৫ জানুয়ারি অনুষদভিত্তিক নবীন বরণের আয়োজন করবো। এরপরে ৬ জানুয়ারি থেকে সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।”

ঢাকা/লিখন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়