মফিজ লেকে মাছের পোনা অবমুক্ত
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মফিজ লেকে ৩০ কেজি গ্রাস কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে এস্টেট দপ্তরের উদ্যগে এ পোনা অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় এস্টেট দপ্তরের প্রধান মো. আলাউদ্দিনসহ বিভিন্ন দফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস্টেট দপ্তর জানিয়েছে, দীর্ঘদিন লেকটি পরিত্যক্ত অবস্থায় থাকায় প্রাথমিক অবস্থায় এ জাতের মাছ ছাড়া হয়েছে। পর্যাক্রমে রঙিন ও বাহারি প্রজাতির পোনা ছাড়া হবে।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীরা তাদের অবসর সময়ে মনোরঞ্জনের জন্য এ লেকে আসেন। মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে লেক আরো সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে।”
তিনি বলেন, “ভবিষ্যতে এ মাছ বড় হলে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার তা আহরণ করব। যা আমাদের পুষ্টি চাহিদা মেটাতে অবদান রাখবে।”
ঢাকা/তানিম/মেহেদী