ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:১২, ২২ ডিসেম্বর ২০২৪
আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

অধ্যাপক ড. মো. আতাউর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আতাউরকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অব্যাহতি দিয়েছে। 

রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৩৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৪০(২)-এ তার সভাপতির মেয়াদে আয়-ব্যায়ের হিসাব সম্পর্কীত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তাকে উর্দু বিভাগের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “তিনি তিন বছর মেয়াদে সভাপতি থাকাকালে বিভাগের তিনটি অ্যাকউন্ট থেকে মোট ২৪ লাখ ৮৯ হাজার ৫৮০ টাকা উত্তোলন করেছেন। কিন্তু এ বছরের ১৪ ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব হস্তান্তরের দিন তিনি ওই টাকার কোন হিসাব ও রশিদ জমা দেননি।”

তিনি বলেন, “এ বিষয়টি বিভাগের অ্যাকাডেমিক কমিটি ও পরিকল্পনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিভাগের আয়-ব্যয়ের হিসাব ও রশিদগুলো জমাদানের জন্য তাকে পরপর ছয়টি পত্র প্রদান করা হয়। কিন্তু তিনি আয়-ব্যয়ের হিসাব ও রশিদগুলোর কোনোটাই জমা দেননি।”

তিনি আরো বলেন, “সভাপতির দায়িত্ব শেষ করার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও কোনো হিসাব না পেয়ে সর্বশেষ বিষয়টি গত ২১ নভেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির ৫৫তম এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিভাগীয় পরিকল্পনা কমিটির ৩০তম সভায় আলোচনা করে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করা হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মো. আতাউরের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়