জাবিতে পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের গবেষণা ও জনস্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর থেকে `পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার' চালু করা হয়েছে।
চলতি বছর থেকে এ অ্যাওয়ার্ড প্রদান শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। এবার এ সম্মাননা পেয়েছেন বিভাগটির ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর শিক্ষার্থীদের গবেষণাপত্রের সংখ্যা, মান, সাইটেশনের সংখ্যা এবং জনস্বাস্থ্য সমস্যার সমাধানে গবেষণার অবদান বিবেচনায় একজন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ২০ হাজার টাকার চেক প্রদান করা হবে।
জানা গেছে, প্রথমবারের এ সম্মাননা পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের ১৭০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যা গুগল স্কলারে ১১ হাজারেরও বেশি সাইটেশন পেয়েছে। এছাড়াও তিনি কয়েকবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পৃথিবীর সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।
এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দীন সিকদার বলেন, “গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানে ভূমিকা রাখতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। আবদুল্লাহ আল মামুনের এ অর্জন অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজা মোবারক বলেন, “আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও উদ্যমী হয়ে উঠুক, সেটা আমরা সব সময়ই চাই। সে জন্য এ অ্যাওয়ার্ডটি চালু করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।”
ঢাকা/আহসান/মেহেদী