ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

৫ মাসেও গঠন হয়নি হাবিপ্রবির রিজেন্ট বোর্ড

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৪  
৫ মাসেও গঠন হয়নি হাবিপ্রবির রিজেন্ট বোর্ড

জুলাই গণঅভ্যুত্থানের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠন হয়নি অ্যাকাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড। এতে দাপ্তরিক কাজে অনেকটাই জটিলতা ও স্থবিরতার সৃষ্টি হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর আওয়ামী সরকার শাসনামলের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ অর্ধশতাধিক পদ থেকে হাবিপ্রবি শিক্ষকরা একেরপর এক পদত্যাগ করেন। পরে ওই সব শূন্য পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়। নতুন করে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদ যুক্ত করে সেখানে নিয়োগ দেওয়া। তবে কোষাধ্যক্ষের পদটি এখনও শূন্য রয়েছে, যা অ্যাকাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড গঠনের জন্য আবশ্যক। 

রিজেন্ট বোর্ড গঠনের জন্য উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ মোট ২৫ জন সদস্য প্রয়োজন। তাদের মধ্যে স্থানীয় একজন এবং অন্য জেলার আরেকজন সংসদ সদস্য থাকবেন। তবে বর্তমান সময়ে সংসদ না থাকায় ওই দুইটি পদ শূন্য থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে, অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করার জন্য সদস্য নির্বাচনের কাজ চলছে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে। উপাচার্য, উপ-উপাচার্য, অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ অন্যান্যদের নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হবে।

তবে দাপ্তরিক কাজে জটিলতার যেন সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত সময়ের মধ্যে রিজেন্ট বোর্ড এবং অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

কবে নাগাদ অ্যাকাডেমিক কাউন্সিল এবং রিজেন্ট বোর্ড গঠন হবে জানতে চাইলে হাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিকদার বলেন, “এ বিষয়ে কাজ চলছে। দ্রুতই রিজেন্ট বোর্ড এবং অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করা হবে। এ ক্ষেত্রে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় আইন -২০০১ অনুসরণ করা হচ্ছে।”

ঢাকা/মুরাদ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়