ছেলেকে ফেরত পেতে সহ-সমন্বয়ক খালেদের বাবার আকুতি
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
“আপনারা যেভাবে পারেন আমার ছেলেরে খুঁজে দেন। ভালো মন্দ যে রকমই হোক, আমার ছেলেকে ফেরত এনে দেন।”
সংবাদ সম্মেলনে এভাবেই কেঁদে কেঁদে আকুতি জানাচ্ছিলেন চারদিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদের বাবা।
সহ-সমন্বয়ক খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের মূল ফটকের সামনে তার সহপাঠীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
পরে তার দ্রুত সন্ধান ও ঢাবি শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে, সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করেন নিখোঁজ খালেদের সহপাঠী রিয়াদুল ইসলাম।
স্মারকলিপিতে উপাচার্যের উদ্দেশ্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী খালেদ হাসান গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ। তিনি শেখ হাসিনা বিরোধী ও নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এ মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক ও উদ্বেগজনক। যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিক্ষার্থীরা এ ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্মারকলিপিতে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অত্যাধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধিসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে; বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করণীয় উল্লেখ পূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী