ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে লেখালেখি বিষয়ে কর্মশালা

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৪
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে লেখালেখি বিষয়ে কর্মশালা

কর্মশালায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) ‘কী লিখব, কীভাবে লিখব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী।

আরো পড়ুন:

কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন ড. অলিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মোহাম্মদ আফজাল হোসেন খান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লেকচারার মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, মিডিয়া কো-অর্ডিনেটর কাজী মাহাদী হাসান।

কর্মশালায় বাংলা বানানের নিয়ম, বাংলা অভিধান ব্যবহারের নিয়ম, বাংলা বানানে ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের ব্যবহার, ক্রিয়া পদের ব্যবহার নিয়ে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়