ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ইউআইইউ ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৪  
ইউআইইউ ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও গ্রামীণফোন লিমিটেডের (জিপি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোকাদ্দেম।

এ সময় উপস্থিত ছিলেন জিপির সার্ভিস ডেলিভারি অ্যান্ড এক্সপেরিয়েন্সের প্রধান মিসেস শায়লা রহমান, এমপ্লয়ি এক্সপেরিয়েন্সের প্রধান এএনএম আল ফারাবি, এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন, ইউআইইউ এর পরিচালক (কো-অর্ডিনেশন) ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক এএসএম সালাহউদ্দিন, ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান, জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত প্রমুখ।

ইউআইইউ রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান ও জিপির চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিসেস সায়েদা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, অ্যাকাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষার্থীরা উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলবে। গ্রামীণফোনের ক্যাম্পাস কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার সুযোগ করে দেওয়ার পাশাপাশি অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়