ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঢাবিতে কর্মশালা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৪ ডিসেম্বর ২০২৪  
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঢাবিতে কর্মশালা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদালয়ে (ঢাবি) ‘ড্রাফট ফাইন্ডিং অন ফেসিবিলিটি স্টাডি ফর দ্য প্রি-সার্ভিস টিচার অ্যাডুকেশন ফর প্রাইমারি টিচার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ ও গবেষক দলের প্রধান অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

এ সময় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ ধরনের যৌথ কর্মশালার আয়োজনকে ঢাকা বিশ্বিবিদ্যালয় সবসময় উৎসাহিত করে। শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এ কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।”

কর্মশালায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে আটটি বিষয়বস্তু নিয়ে গবেষণা ও কর্মশালার আয়োজন করা হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়