ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ১০ দফা

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৬ ডিসেম্বর ২০২৪  
রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ১০ দফা

রাজশাহী কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ অধ্যক্ষ মো. জহুর আলীর সঙ্গে দেখা করে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিবরণ তুলে ধরে তারা ১০ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- হোস্টেল সিট ভাড়া কমানো এবং বিদ্যুৎ বিল কলেজ প্রশাসনের মাধ্যমে বহন করা; ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়ন; কলেজের নিজস্ব বাস কেনার মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি; হোস্টেলে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ।

অন্য দাবিগুলো হলো- কলেজের সামনের রাস্তার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন; ক্যাম্পাসে বাইক ও গাড়ি প্রবেশ নিষিদ্ধকরণ; অচল সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা; শিক্ষার্থী সংসদ পুনঃচালু করার জন্য দ্রুত নির্বাচন আয়োজন; ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা; জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. খালিস দিন ওয়ালিদ (আবির) বলেন, “হোস্টেলে বহিরাগতদের আনাগোনায় সমস্যা বাড়ছে। এমনকি একটি ল্যাপটপ চুরির ঘটনাও ঘটেছে, যার সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পাশাপাশি হোস্টেলের ভাড়া বৃদ্ধি ও অন্যান্য সমস্যাগুলোও শিক্ষার্থীদের অসন্তোষের কারণ। এ দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রস্তাব করা হয়েছে।”

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. জহুর আলী বলেন, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করব। দাবিগুলো যৌক্তিক হলে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/দুর্জয়/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়