ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

দাবি না মানলে প্রশাসন ভবনে তালা ঝুলবে: রাবি সমন্বয়ক

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪
দাবি না মানলে প্রশাসন ভবনে তালা ঝুলবে: রাবি সমন্বয়ক

রাবি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার

পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবি না মানলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুশিয়ারি দেন।

পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০/৬০০/৭০০টাকা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২০০+। আবেদন ফি বাণিজ্য একটি সফল ব্যবসা, যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ। লজ্জা লাগে বিজয়ের পর এমন প্রশাসন দেখে। কোনো শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেই শুধু চেতনার কথা শুনায়।”

তিনি আরও লেখেন, “পোষ্য কোটা বাতিল , ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা ,কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং আবেদন ফি কমানো এ সব সিদ্ধান্ত এই প্রশাসন ক্ষমতা পেয়েও করেনি। তাদের হাতে আর পাঁচদিন সময়। এর মধ্যে না করলে ২ জানুয়ারি থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে অনির্দিষ্টকালের জন্য।

এই পোস্টটির কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “প্রিয় রাবিয়ানরা, শিক্ষাব্যবস্থা সংস্কারের কাজ চলছে, সাময়িক ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। প্রশাসনকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হচ্ছে তিন দফা দাবিতে। ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলবে।”

এ পোস্টে তিনি তিন দফা দাবি নির্দিষ্ট করে তুলে ধরেন। দাবিগুলো হলো- ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত   শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা সামনে এনে প্রশাসনের পক্ষ থেকে মামলা ও শাস্তি দিতে হবে; পোষ্য কোটা বাতিল করতে হবে; ১৮ জন সিন্ডিকেট মেম্বারের মাত্র পাঁচজন আওয়ামী, বাকি ১৩ জন নিজের পক্ষের থাকা সত্ত্বেও কেন এ কাজগুলো করলো না এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কেন নিয়োগ দিল- এটা নিয়ে স্পষ্ট বিবৃতি দিতে হবে।

পোস্টে শেষে তিনি লেখেন, “প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন এই তিনটা দাবির কোনটাতেই আমার ব্যক্তিগত লাভ নেই। লাভ একটাই শহীদের রক্তের সাথে বেইমানী করা চেতনাবাজদের মুখোশ উন্মোচন করতে পারবো এবং শহীদের রক্তের উপর দিয়ে চেয়ারে বসে সুশীলবাজদের মুখোশ উন্মোচন করা।”

একেবারে শেষে তিনি ‘আমাদের জুলাই এখনো শেষ হয়নি’ বলে মন্তব্য করেন।

এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “এ মূহুর্তে মন্তব্য করার মতো কিছুই নেই। আমি রাজশাহীর বাহিরে আছি, ফিরে এসে বিষয়টা দেখবো।”

গত বুধবার (২৫ ডিসেম্বর) শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এক শিক্ষক ও আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেলের একজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে দ্রুত অপসারণের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তিনি প্রশাসনের নিয়োগ সিদ্ধান্তের সমালোচনা করে লেখেন, “যুদ্ধ ঘোষণা করতে হবে নাকি?”

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়