ভর্তি পরিক্ষায় আবেদন ফি কমানোর দাবি চবি শিবিরের
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভর্তি পরিক্ষায় আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক সব কোটা বাতিলের দাবি জানান তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “গত ১৯ ডিসেম্বর ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) স্বাক্ষরিত চবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা, যা শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। ২৪ এর বিপ্লব ছিল সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। যার ফলে আমরা দেখেছি বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানো হয়েছে। যা নানা অযুহাতে আগে সম্ভব হয়নি।
বিবৃতিতে তারা আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সদস্য। বিগত সময়ে যে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল, তা কোনভাবেই যৌক্তিক ছিল না। ২৪ পূর্ববর্তী সময়ে কত টাকা ফি ছিল সেটা বিবেচ্য বিষয় নয়। ২৪ এর পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটি দেশ। একজন পরিক্ষার্থীকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে হয়। এ ক্ষেত্রে অধিকাংশ পরিবারের পক্ষেই খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “ভর্তি পরিক্ষার আবেদন ফি কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা হোক। একইসঙ্গে অযৌক্তিক সকল কোটা বাতিল করতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা শিবির সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর বিষয়ে সরকারের বক্তব্য ছিল, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বয় করে আবেদন ফি কমানোর ব্যবস্থা করা হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে তার কোন প্রভাব দেখিনি। যা নতুন স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যের বিপরীত। আমরা দ্রুত ভর্তি পরিক্ষার আবেদন ফি কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।”
ঢাকা/মিজান/মেহেদী