ঢাবির সাদা দলের নতুন কমিটি গঠন
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
(বাঁ থেকে) ড. মোর্শেদ হাসান খান, ড. আবদুস সালাম ও ড. মো. আবুল কালাম সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়তপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সোমবার (৩০ ডিসেম্বর) সাদা দলের এক সাধারণ সভা কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহ্বায়ক নির্বাচন করা হয়। এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহ্বায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো সাদা দল কেন্দ্রীয় কমিটির কাছে গত ২২ ডিসেম্বর উপস্থাপন করে। এতে দেখা যায়, ১২টি ইউনিটের মধ্যে আটটিই মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করে।
এসব প্রস্তাবের ভিত্তিতে অধ্যাপক ড. মোশেদ হাসান খান, অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন লাভ করেন।
ঢাকা/সৌরভ/মেহেদী