ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

মৃত্যুর খবরে শুরু, ককটেলে শেষ

মো. লিখন ইসলাম, বাকৃবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৩, ৩১ ডিসেম্বর ২০২৪
মৃত্যুর খবরে শুরু, ককটেলে শেষ

মৃত্যুর খবর দিয়ে শুরু হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪ সাল। অপরদিকে, আবাসিক এলাকায় এক শিক্ষকের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে শেষ হয় বাকৃবির আন্দোলন, বিক্ষোভ, সংগ্রাম ও অবরোধের ২০২৪ সাল। কেমন গেল বাকৃবির ২০২৪ সাল, দেখে আসা যাক এক নজরে। 

সেপটিক শকে শিক্ষার্থীর মৃত্যু
বছরের প্রথম দিনেই তীব্র প্যানক্রিয়াটাইটিস এবং পরে সেপটিক শকে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. আবু হেনা লিংকন মৃত্যুবরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এডির তালিকায় বাকৃবির ৩৯২ গবেষক
আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশক সংস্থা আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স জানুয়ারিতে বিশ্বসেরা গবেষকদের তালিকা প্রকাশ করে। এ তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩৯২ জন গবেষক জায়গা করে নেন। প্রকাশিত ‘ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং-২০২৪’-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশের ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পান।

আরো পড়ুন:

সাইকেল চুরির ঘটনায় তিন ভবনে তালা
ক্যাম্পাসে নিয়মিত সাইকেল চুরির ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি এবং নিরাপত্তা শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীসহ অন্যান্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ এবং তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসেন।

ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় শিক্ষার্থীর মৃত্যু
২৫ জানুয়ারি ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াজনিত কারণে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সিনথিয়া আক্তার সুজানার মৃত্যু হয়। ২০২৩ সালে হাত-পায়ের হাড়ের ব্যথার চিকিৎসায় ভারত যান তিনি। ভারতের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ১০ দিন ওষুধ খাওয়ার পর তার শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া শুরু হয়। এ সময় সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। একপর্যায়ে তার শরীরের চামড়া খুলে পড়তে শুরু করে।

ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ
১১ ফেব্রুয়ারি ক্যাম্পাসের ভেতরে অটোরিকশা চালক কর্তৃক পশুপালন অনুষদের এক ছাত্রীর শ্লীলতাহানির বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে পশুপালন অনুষদের ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে তালা দেন তারা। পরে তারা উপাচার্যের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অপমান করেছেন– এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টরিয়াল বডির সদস্যরা একযোগে পদত্যাগপত্র জমা দেন। অপরদিকে, প্রশাসনের তৎপরতায় দুই দিনের মধ্যেই অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। 

অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে দুদক
প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন সংস্কার কাজের অর্থ আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন জমাদানের জন্য ১৯ ফেব্রুয়ারি বাকৃবি উপাচার্য বরাবর রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. এমরান হোসেন।

তিন বহিরাগতকে মারধর
২২ ফেব্রুয়ারি দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বহিরাগতকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আব্দুল আওয়ালের চায়ের দোকানে অবস্থান করা দুই নারী শিক্ষার্থীকে বহিরাগত মো. রাহাদ মিয়া, মো. জুনায়েদ এবং মো. বিজয় উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তদেরকে মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।

খামার ব্যবস্থাপনা শাখায় অগ্নিকাণ্ড
গত ৩ মার্চ বিকেল খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। পরে বিকাল ৫টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পরতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
গত ১২ মার্চ ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলে ওই সংঘর্ষ। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে স্ট্যাম্প, ব্যাট, সাইকেলের চেইন, লাঠিসোঁঠা এবং দেশি অস্ত্র হাতে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায় তাদের। 

বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ভিতরে সূত্রপাত হওয়া মারামারি পরে হলের সামনে, প্রসাশনিক ভবনের সামনে এবং পরবর্তীতে আব্দুল জব্বার মোড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে আটজন আহত হয়।

সর্বজনীন পেনশন বাতিলের দাবি শিক্ষক
গত ২৭ মার্চ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনের করিডোরে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বজনীন পেনশনকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবিতে মানববন্ধন করে বাকৃবি শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ এবং কর্মচারি সমিতি। পরবর্তীতে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আপত্তিকর অবস্থায় ছাত্রী-শিক্ষক
গত ৪ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে আমবাগানে আপত্তিকর অবস্থায় কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের শেখ রোজী জামাল হলে নিয়ে আসেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন
প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন এবং পুরুষ ও স্ত্রী মাছের লিঙ্গ নির্ধারণকারী সম্ভব্য জিন শনাক্তকরণে সফলতা পান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণার ফলাফল ব্যবহার করে মনোসেক্স শিং মাছ উৎপাদন করা সম্ভব হবে এবং শিং মাছের বাণিজ্যিক চাষে বিপ্লব ঘটাবে বলে জানান গবেষক দলের প্রধান ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. তাসলিমা খানম।

পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের হাতে নারী শিক্ষক হেনস্থা 
গত ২৩ মে পিএইচডি ডরমিটরি ভবন পরিদর্শনে এসে পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের হাতে অধ্যাপক পূর্বা ইসলাম হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠে। উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক বিভাগ, প্রক্টরের কার্যালয় ও শিক্ষক সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় (আঞ্চলিক) র‌্যাংকিং
টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় (আঞ্চলিক) র‌্যাংকিং-২০২৪ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে রয়েছে। এবার অবস্থান ও স্কোর দুই ক্ষেত্রেই অনেক এগিয়েছে বাকৃবি। টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৪ এ অংশগ্রহণকারী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবির অবস্থান যৌথভাবে দ্বিতীয় (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানও ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে)।

নাজমুল আহসান হলে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ
তুচ্ছ ঘটনায় গত ৫ জুন সন্ধ্যায় নাজমুল আহসান হলের ভেতরেই সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে একপর্যায়ে হলের মধ্যে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এতে ৫ জন আহত হন। এছাড়া হলের নিয়ম-শৃঙখলা ভঙ্গ করে সংঘর্ষের জড়ানোয় চারজনকে পুলিশি হেফাজতে রাখা হয়। 

জুলাই অভ্যুত্থানে বাকৃবি
৩০ জুন সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ দিয়ে আন্দোলন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নানা ধরনের কর্মসূচি পালন করেন।

১৭ জুলাই রাতে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা বাতিলের দাবিতে ১৮ জুলাই উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলন করেন তারা। পরে প্রক্টরের কাছে হলে থাকার আশ্বাস পেলেও নিরাপদ মনে না করায় এবং শিক্ষার্থীদের নতুন কর্মসূচির কারণে এদিন গভীর রাত থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

১৮ জুলাই সারা দেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নিজেদের বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল এবং বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিভিন্ন চাপের মুখে ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্চে চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বাকৃবির সমন্বয়করা।

৩১ জুলাই দুপুর ১টায় সাধারণ শিক্ষকদের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থী হত্যা ও নিপীড়ন বন্ধ, গণগ্রেফতার বন্ধ, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে উপর্যুক্ত শাস্তি নিশ্চিতকরণ এবং দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানান। 

গাঁজাসহ বহিরাগত নারী আটক
৩০ জুন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপড়তায় নদের পাড় থেকে স্যুটকেসে গাঁজাসহ একজন নারীকে আটক করা হয়। জানা যায় ওই নারীর নাম শিউলি। বাসা কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায়।

ক্যাম্পাসে রাজনীতি বন্ধে এক দফা
১৪ আগস্ট সকল ধরনের রাজনীতি বন্ধের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৮ আগস্ট বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে বাকৃবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন

২৬তম উপাচার্য নিয়োগ
১৯ সেপ্টেম্বর ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মুহাম্মদ (সা.) কে গালি ও কটুক্তির প্রতিবাদ
২৯ সেপ্টেম্বর রাতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে গালি ও কটুক্তির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

ফলাফলের দাবিতে বিভাগে তালা 
পরীক্ষা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারেনি কৃষি রসায়ন বিভাগ। এতে ক্ষুব্ধ হয়ে ২৯ সেপ্টেম্বর প্রথমে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেন বিভাগের স্নাতকোত্তর থিসিস সেমিস্টারের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা করিম ভবনে (যে ভবনে রসায়ন বিভাগ রয়েছে) তালা দিয়ে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী খাতা জমা না দেওয়ায় ফলাফল আটকে রয়েছে।

বিদেশি শিক্ষার্থীকে যৌন হয়রানি
ভেটেরিনারি অনুষদের এক মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন হয়রানির বিচার এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘নারী নিরাপত্তা সেল’ কার্যকর করার দাবিতে গত ৩০ সেপ্টেম্বর মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে ১৫ অক্টোবর এ ঘটনায় অভিযুক্ত কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাকৃবি
২৫ অক্টোবর দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সম্মান প্রথম বর্ষের ভর্তির জন্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সামিয়া আক্তার নামের এক পরীক্ষার্থী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ভুলবশত বাকৃবি কেন্দ্রে চলে আসেন। আর বগুড়া থেকে আসা নূর মোহাম্মদ নামের এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন। পরে তাদের পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

৫ শিক্ষকের স্বর্ণপদক লাভ
১১ নভেম্বর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে পাঁচজন শিক্ষক স্বর্ণপদক লাভ করেন। তাদের মধ্যে চারজন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং একজন শিক্ষক ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ অর্জন করেন।

সমাবর্তন ছাড়াই মূল সনদ
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদপত্র পেতে আর সমাবর্তনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই শিক্ষার্থীরা তাদের সনদপত্র হাতে পাবেন। ২৮ নভেম্বর সিন্ডিকেটের মিটিং শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবি
২ ডিসেম্বর উগ্রবাদী সংগঠন উল্লেখ করে ইসকন নিষিদ্ধ ও ভারতের আগরতলাস্থ ভারতীয় উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষকের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ
১৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিজওয়ানুল হককে ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকা সংলগ্ন সড়কে মারধর করে দুর্বৃত্তরা। পরে ঐ শিক্ষক ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক আফরিনা মুস্তারীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই রাতে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক মো. শহীদুল আলমের বাসায়ও ভাঙচুর চালানো হয় বলে জানান অধ্যাপক আফরিনা মুস্তারী। এতে শিক্ষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়