আইসিটি প্রতিযোগিতায় রুয়েট শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার তিনটি ট্র্যাকের মধ্যে কম্পিউটিং ট্র্যাকে প্রথম স্থান অধিকার করেন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালহা ই নূর।
সোমবার (৩০ ডিসেম্বর) হুয়াওয়ে বাংলাদেশ এর উদ্যোগে এ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
কম্পিউটিং ট্র্যাকে আরও দুটি উল্লেখযোগ্য স্থান অধিকার করেন রুয়েটের শিক্ষার্থীরা। এর মধ্যে মো. আলভী আরাফ পঞ্চম ও মো. মাহফুজুর রহমান অষ্টম স্থান লাভ করেন।
এছাড়া নেটওয়ার্ক ট্র্যাকে দ্বিতীয় হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভম আগরওয়াল এবং চতুর্থ হন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাকেশ কার। নেটওয়ার্ক ট্র্যাকে পঞ্চম সজীব আখতার , সপ্তম মো. ইকবাল হায়দার খান, নবম মো. মাঈন উদ্দীন ও দশম হন খন্দকার মনিরুজ্জামান। ক্লাউড ট্র্যাকে চতুর্থ স্থান অধিকার করেন তানভীর মাহতাব জিহান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কার্ল ইউ ইং, দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বাণিজ্যিক ও বিতরণ সেলস এর পরিচালক মিজানুর রহমান খান চৌধুরী।
কার্ল ইউ ইং তার বক্তব্যে বলেন, “হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের আইসিটি সেক্টরে উচ্চ দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরি করতে চাই। প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী।”
সপ্তম হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ ৭৪টি দেশ এবং ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‘কানেকশন, গ্লোরি অ্যান্ড ফিউচার’ থিমের আওতায় পরিচালিত এ প্রতিযোগিতা প্রযুক্তির আন্তঃসংযোগ ও বৈশ্বিক প্রভাবকে তুলে ধরে।
ঢাকা/মাহফুজ/মেহেদী