ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

রংপুরে তৌফিক মারামা আর্ট কলেজের উদ্বোধন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৪৪, ১ জানুয়ারি ২০২৫
রংপুরে তৌফিক মারামা আর্ট কলেজের উদ্বোধন

ক্যানভাস ও রং তুলির আঁচড়ে রংপুরে তৌফিক মারামা আর্ট কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পূর্ণাঙ্গ আর্ট কলেজ হিসেবে বুধবার (১ জানুয়ারি) দুপুরে আর্ট শিল্পী অণিক রেজার পিতা মাতার নামে করা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সমাজকর্মী বেগম মারহামাতুন্নেছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক মাসুদ চৌধুরীসহ রংপুরের শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং শিল্পীমহল।

তৌফিক-মারামা কলেজে ভিজ্যুয়াল আর্ট, চারুকলা, নকশা, এবং ভাস্কর্যসহ বিভিন্ন শাখায় পাঠদান করা হবে। কলেজটি শিক্ষার্থীদের আধুনিক শিল্পকলা শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করবে। বিশেষায়িত ল্যাব, আধুনিক আর্ট গ্যালারি এবং প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা যুক্ত করে কলেজটি দেশের আর্ট শিক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তৌফিক মারামা আর্ট কলেজকে উত্তরবঙ্গের আর্ট শিক্ষায় এক নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেন। এছাড়াও ভিজ্যুয়াল আর্ট, চারুকলা, নকশা, ভাস্কর্যসহ বিভিন্ন শাখায় পাঠদান করাসহ শিক্ষার্থীদের আধুনিক শিল্পকলা শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করবে।

ঢাকা/আমিরুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়