পোষ্য কোটা বাতিলের দাবি
রাবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এরপর ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় "কোটা ও না মেধা? মেধা মেধা", "পোষ্য কোটা বাতিল করো, মেধাবীদের যাচাই করো" এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “একটি যৌক্তিক সংস্কার করতে গিয়ে সরকার পরিবর্তন হয়ে গেল কিন্তু কোনো প্রকার কোটার সংস্কার তো হলোই না বরং একটা অযৌক্তিক, একটা পরিবারতন্ত্র এখনো রাবিতে বিদ্যামান রয়েছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম, সেই সময় শেষ। রাবি কর্তৃপক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু রাবির মেধাবী শিক্ষার্থীরা তা করবে না। যতক্ষণ পর্যন্ত না পোষ্য কোটা বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে বা বের হতে পারবে না।”
আরও পড়ুন: ১% পোষ্য কোটা নিয়ে উপাচার্যের ব্যাখ্যা, প্রত্যাখ্যান করে আল্টিমেটাম
গত ১ ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় ১ শতাংশ পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষক ও কর্মকতাদের সন্তানদের কোটা বাতিল করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত না মেনে বুধবার (১ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল রাতেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শুরু করে আমরণ অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটির জরুরি সভার আয়োজন করে।
ঢাকা/ফাহিম/ইভা