কুবিতে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অস্বচ্ছতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আগামী রবিবারের মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসন এবং প্ল্যানিং কমিটিকে জবাব দেওয়ার আল্টিমেটাম জানান। জবাব না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও জানান তারা।
সংবাদ সম্মেলনে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুনেছি আগে ২৫-৩০ লাখ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হতো, রাজনৈতিক ইন্ধনে নিয়োগ দেওয়া হতো। এখন সেভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না।”
তিনি বলেন, “পূর্বে নিয়োগে হস্তক্ষেপ করা ইলিয়াস গং, তাহের গং, রানা গং, কাজী আনিছ গং-রা আর কোন শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না। এবারের নিয়োগ পরীক্ষাটা হচ্ছে অত্যন্ত হাস্যকর পদ্ধতিতে, এই পদ্ধতি আর না থাকুক।”
এর আগে, বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষায় শর্ত পূরণ না করেও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে পরীক্ষায় অংশগ্রহণ করেন মে. মোবারক হোসাইন নামে এক প্রার্থী। তিনি কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি বলে জানা গেছে। পাশাপাশি আইসিটি বিভাগেও শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ঢাকা/এমদাদুল/মেহেদী