ভিন্ন আয়োজনে বাকৃবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর প্রজন্ম গঠনের লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৫ বছর পর ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে এ ভিন্নধর্মী আয়োজন করে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ টুর্নামেন্টের আয়োজন করে তারা।
এর আগে, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা নাম লেখান। পরবর্তীতে লটারির মাধ্যমে ২২ জনকে বাছাই করা হয়। এর মধ্যে থেকে ১১ জন করে শহীদ ওয়াসিম একাদশ এবং শহীদ রাব্বী একাদশ নামে দুইটি দলে ভাগ করা হয়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল, ইসমাইল হোসেন হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ।
সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “ছাত্রদল প্রচলিত ফ্যাসিবাদী রাজনীতির বিপরীতে মেধাভিত্তিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দর একটি বৈষম্যহীন প্রজন্ম গঠনে সংকল্পবদ্ধ। বাকৃবি ক্যাম্পাসে ছাত্রদল শতভাগ শিক্ষার্থীবান্ধব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে আগামীর সুন্দর প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।”
ঢাকা/লিখন/মেহেদী