ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

ভর্তি পরীক্ষা ৫ জানুয়ারি

রাবিতে কোন বিভাগে কত আসন

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৩ জানুয়ারি ২০২৫  
রাবিতে কোন বিভাগে কত আসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। এদিন দুপুর ১২টা ১ মিনিট থেকে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে আছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও আছে দুটি ইনস্টিটিউট। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন কয়েক লাখ শিক্ষার্থী। ভর্তি হওয়ার সুযোগ পান মাত্র কয়েক হাজার জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কত আসন আছে, তা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন বিভাগের আসন সংখ্যা।

কলা অনুষদ
এই অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসন ৮৮৬টি। এসবের মধ্যে দর্শনে ১১০, ইতিহাসে ১০০, ইংরেজিতে ৯০, বাংলায় ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১০০, আরবিতে ১১০, ইসলামিক স্টাডিজে ১০০, নাট্যকলায় ১৫, সংগীতে ৩০, ফারসি ভাষা ও সাহিত্যে ৫৫, সংস্কৃতে ৫৬ এবং উর্দু বিভাগে ৪০টি আসন আছে। এ বছরে ইসলামিক স্টাডিজ বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফারসি ও ভাষা সাহিত্য বিভাগে ১০টি আসন বাড়ানো হয়েছে।

আইন অনুষদ 
এই অনুষদের দুটি বিভাগে আছে ১৬০টি আসন। এসবের মধ্যে আইন বিভাগে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন আছে।

সামাজিক বিজ্ঞান অনুষদ 
এই অনুষদের ১০টি বিভাগে আছে মোট ৬৫৬টি আসন। এসবের মধ্যে অর্থনীতিতে ১০০, রাষ্ট্রবিজ্ঞানে ৯০, সমাজকর্মে ৭০, সমাজবিজ্ঞানে ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ৬৬, লোকপ্রশাসনে ৫০, নৃবিজ্ঞানে ৫০, ফোকলোরে ৭০ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন আছে। এ বছরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফোকলোর বিভাগে ১০ আসন বাড়ানো হয়েছে।

চারুকলা অনুষদ
এ অনুষদের তিন বিভাগে আছে মোট ১২০টি আসন। এসবের মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্রে ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্যে ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৪৫টি আসন আছে।

বিজনেস স্টাডিজ অনুষদ 
এ অনুষদে এ বছর ৪০টি আসন বাড়ানো হয়েছে। অনুষদের ছয় বিভাগের অধীনে আছে ৫১৫টি আসন। এসবের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনায় ১১০, ম্যানেজমেন্ট স্টাডিজে ৮০, মার্কেটিংয়ে ১১০, ফাইন্যান্সে ৮০, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সে ৭০ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৪৫টি আসন আছে।

এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১০টি করে আসন বাড়ানো হয়েছে।

বিজ্ঞান অনুষদ
এ অনুষদে এ বছর ১০টি আসন কমানো হয়েছে। অনুষদের নয় বিভাগের অধীনে আছে মোট ৬১০টি আসন। এসবের মধ্যে গণিতে ১০০, পদার্থবিজ্ঞানে ৭০, রসায়নে ১০০, পরিসংখ্যানে ৮০, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে ৫০, ফার্মেসিতে ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ৬০, ফলিত গণিতে ৭০ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৩০টি আসন আছে। এ বছর ফলিত গণিত বিভাগে ১০টি আসন কমানো হয়েছে।

জীববিজ্ঞান অনুষদ 
এই অনুষদের ছয় বিভাগের অধীনে আসন আছে মোট ৩০০টি। এসবের মধ্যে মনোবিজ্ঞানে ৬০, উদ্ভিদবিজ্ঞানে ৭০, প্রাণিবিদ্যায় ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ৩০, চিকিৎসা মনোবিজ্ঞানে ৩০ ও মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন আছে।

কৃষি অনুষদ 
এ অনুষদে এ বছর চারটি আসন বাড়ানো হয়েছে। অনুষদের দুই বিভাগের অধীনে আছে ১২০টি আসন। এসবের মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন আছে। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে চারটি আসন বাড়ানো হয়েছে।

প্রকৌশল অনুষদ 
এ অনুষদের পাঁচ বিভাগে আছে মোট ২৫১টি আসন। এসবের মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলে ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪৬, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৫টি আসন আছে। 

ভূ-বিজ্ঞান অনুষদ
এ অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদের দুই বিভাগে আছে মোট ১৩০টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যায় ৭৫ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যায় ৬০টি আসন রয়েছে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে।

ফিশারিজ অনুষদ
এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে আছে ৫০টি আসন।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে আছে ৫০টি আসন।

ইনস্টিটিউট 
দুটি ইনস্টিটিউটে ৪টি আসন বাড়ানো হয়েছে। এখন মোট আসন ৯৪টি। ইনস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪টি আসন বাড়িয়ে ৪৪টি করা হয়েছে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ৫০টি আসন আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিডটে মোট আসন ৩ হাজার ৯৪৭টি (বিশেষ কোটা বাদে)। এছাড়াও বিশেষ কোটায় আসন আছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৬১টি, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ/ইনস্টিটিউটে আসন সংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগে আসন ৫ শতাংশ এবং খেলোয়াড় কোটায় প্রতি বিভাগ/ ইনস্টিটিউটে মাত্র একজন ভর্তি হতে পারবেন।

ঢাকা/ফাহিম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়