ডুয়াডের সভাপতি আজগর, সম্পাদক তাইজুল
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার ডিমলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব ডিমলা (ডুয়াড)’ এর ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. আলী আজগর সভাপতি এবং একই শিক্ষাবর্ষের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাইজুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সংগঠনটির ২০২৪ সেশনের সভাপতি শ্রী স্বপন রায় ও সাধারণ সম্পাদক মোঃ রিপন ইসলাম একটি লিখিত বিবৃতির মাধ্যমে এ নতুন কমিটি অনুমোদন দেন।
বিবৃতিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী