ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি: ইবির প্রশাসন ভবনে তালা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০৭, ৪ জানুয়ারি ২০২৫
স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি: ইবির প্রশাসন ভবনে তালা

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলালে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

এ সময়  ‘জবি যখন স্বাধীন, ইবি কেনো পরাধীন’, ‘সাস্ট যখন স্বাধীন, ইবি কেন পরাধীন’, ‘খুবি যখন বাইরে, ইবি কেনো গুচ্ছে’সহ নানা স্লোগান দেন তারা।

প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী। এ সময় তিনি আগামীকাল রবিবার (৫ জানুয়ারি) উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে দিলে তারা ভবনের তালা খুলে দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। তিনি আজ আসবেন এবং আগামীকাল বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে গুচ্ছে থাকা না থাকার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”

ঢাকা/তানিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়